Abocheton
যবে থেকে আমাদের সমাজ , তবে থেকে আছে সংস্কার। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সংস্কার প্রবাহিত হয়েছে নিঃশব্দে , শিকড় গেড়েছে আমাদের মানবিক অস্তিত্বের অনেক গভীরে। আমাদের গোষ্ঠীবোধ, আমাদের যত্নে পালিত রুচি , আমাদের পক্ষপাতিত্ত্ব , আমাদের সংকীর্ণতা সব কিছু গড়ে উঠেছে সংস্কারের হাত ধরে। আমরা তর্ক করেছি , সমালোচনা করেছি কিন্তু সংস্কারকে অস্বীকার করতে পারিনি, কারণ এখানেই তো আমরা আমাদের খুঁজে পেয়েছি।
অবচেতন আমেরিকায় বসবাস করা এক বাঙালি পরিবারের গল্প যাদের ঘটনাচক্রে কিছু অপ্রত্যাশিত প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। আর যা অপ্রত্যাশিত , তার জন্য তো কোনো প্রস্তুতি নেই। তাই এই দ্বন্দ্ব আসলে কিছু বিরোধী বিশ্বাসের দ্বন্দ্ব যারা আজ একে ওপরের সাথে সংঘাতে লিপ্ত।
চিরকাল যা স্বাভাবিক বলে আমরা জেনে আসি, তা আমাদের বিশ্বাসের এতটা গভীরে বসবাস করে যে সেই বিশ্বাসে ভাঙন যেন নিজের অস্তিত্ব হারানোর সমকক্ষ। যে সংস্কার , যে ভীতি মনের গভীরে নিজের অবচেতনে রয়ে গ্যাছে , তাকে স্বীকার করা কি এতো সহজ ? কিন্তু স্বীকার না করলে মুক্তি কোথায় ? পুরাতন কে চূর্ণ বিচূর্ণ না করলে নূতন কিছুর জায়গা কোথায় ?
Even in today’s world, we are influenced by our own prejudice, negative pre-judgment about a person, a group or even a nation.The way we try to hold on to our key values, our sense of social identity, social norms often lead to discrimination. Prejudices run in our core for generations. We try to rationalize them or try to justify them but they are there, deep down in our subconscious.
“Abocheton” is a story of a first generation immigrant family in America where they are coming in terms with some of these conflicts in a most unexpected way.Is ‘normal’ overrated until we learn to ask questions ? If our children are challenging our unchecked and unexamined prejudices which have been handed down from generation to generation, are we prepared to face it ? How can we transform ourselves until we learn to admit ?
Owning up to our own prejudices is possible but it is hard because we have to be open to disruption.
Script and Direction: Jayati Banerjee
Actors: Ashish Brahma,Sukanya Majumdar,Nilay Mukherjee,Umasrija Sarkar,Kieran Wangai,Ayush Deb Bhattacharya,Amitabha Lala & Jayati Banerjee
Light : Prateek Paul, Rishav Mukherjee
Background Sound : Shayantan Mukherjee, Shantanu Sen